
Song Details
-
Release Date: September 16, 2025, 7:04 PM
-
Album: Swopnopath
-
Genre: Inspiration
-
Duration: 4:40
Watch the Music Video
Ami Ekla Hata Swopnopath Lyrics
রাতের পর রাত জাগা,
ধোঁয়া ওঠা কাপ।
ছিঁড়ে ফেলা কাগোজেরা দিচ্ছে হাজার মাপ
শিরায় শিরায় ছুটছে এক অন্যরকম নেশা,
মাথার ভেতর চলছে শুধু ভাঙা-গড়ার খেলা!
ফ্রেমের পরে ফ্রেম্ সাজাই,
আলো-ছায়ার মায়ায়,
এই শহর ঘুমিয়ে গেলে,
আমার সকাল হয় ।।
ও ও ও ও ও ...
আমি ছুটছি আমার স্বপ্নের পথে,
থামার সময় নাই।
এই লেন্সের চোখে বাঁধবো দুনিয়া,
এটাই আমার ঠাঁই!
পাগল বলুক লোকে আমায়,
পুড়ছি নিজের জ্বরে,
আমার গল্প বলবে সময়,
দেয়াল ভাঙার পরে!
ও হো হো... এই তো আমার পথ
আমি একলা হাঁটা স্বপ্নপথ!
বন্ধুরা সঙ্গী হয়,
আগুন ছড়ায় চোখে।
বাবার নীরব দৃষ্টি ভাসে,
হাজারটা প্রশ্ন লোকে।।
মায়ের হাসির প্রশ্রয়ে পাই
এগিয়ে যাবার শক্তি।
রাণাঘাটের রাস্তা জানে,
আমার মনের ভক্তি ।।
আমি ছুটছি আমার স্বপ্নের পথে,
থামার সময় নাই।
এই লেন্সের চোখে বাঁধবো দুনিয়া,
এটাই আমার ঠাঁই!
পাগল বলুক লোকে আমায়,
পুড়ছি নিজের জ্বরে,
আমার গল্প বলবে সময়,
দেয়াল ভাঙার পরে!
ও হো হো... এই তো আমার পথ
আমি একলা হাঁটা স্বপ্নপথ!
আমি একলা হাঁটা স্বপ্নপথ!
দেখবে সবাই...
একদিন দেখবে...
আমি যা দেখছি আজ...
আমার চোখে...