
Song Details
-
Release Date: September 22, 2025, 10:10 AM
-
Album: Asche Maa
-
Genre: Festive and Devotional
-
Duration: 5:56
Watch the Music Video
Agomonir Sur Lyrics
শুনো আজ ঢাকের বাদ্যি বাজে
(আনন্দে) মেতে উঠুক সবে
মহালয়ার প্রভাত বেলায়
মা আসছেন ঘরে ঘরে
শঙ্খ ধ্বনি উঠুক আকাশে
প্রভাতী রোদ ঝরে
ভক্তির সুর ভাসুক হাওয়ায়
মা এসেছেন ঘরে
আলোয় আঁধার মুছে যাবে
দুর্গা মায়ের চরণে
ভক্ত হৃদয় জাগুক নাচে
পূজার মন্ত্রধ্বনিতে
আসছে মা উমা হেসে
সিংহবাহিনী শক্তির আলো
সব দুঃখ মুছে দেবে
জাগবে প্রেমের ভালোবাসো
(জয় জয়) মা দুর্গা
আমরা সবাই তোরই সন্তান
(জয় জয়) মা দুর্গা
আলো করুক এই জগৎ প্রাণ
ঢাকের তালে নাচুক মন
উলুধ্বনি কাঁপাক আকাশ
মহিষাসুর বধের গানে
গর্জে উঠুক মহাশক্তি বিশেষ
পুষ্পাঞ্জলি ভক্তির স্রোতে
সাজুক প্রতিটি প্রাণ
মায়ের পদপদ্ম ছুঁয়ে
ফুটুক ভালোবাসার গান
শক্তির দেবী, প্রেমের দেবী
অমৃতধারা করো দান
দুঃখভরা এই পৃথিবীতে
আনো শান্তি, আনো প্রাণ
(জয় জয়) মা দুর্গা
আমরা সবাই তোরই সন্তান
(জয় জয়) মা দুর্গা
আলো করুক এই জগৎ প্রাণ
সিঁদুর খেলার রঙিন হাসি
বিদায় বেলায় কাঁদবে প্রাণ
তবুও জানি, আসবে তুমি
আবার নতুন আশ্বিনে গান
এসো মা, হৃদয়ে এসো
ভালোবাসার রাণী তুমি
চিরন্তন শক্তির আলো
জয় জয় মা দুর্গা, জয় ধ্বনি